মহিলা ভাইস চেয়ারম্যান কলি আর নেই

0
168
কলি

অমর ডি কস্টা : নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি (৩৫) আর বেঁচে নেই (ইন্না-লিল্লাহির…….রাজেউন)। বুধবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত ২ মাস যাবত তিনি টিউমার জটিলতা সহ কিডনি রোগে ভুগছিলেন। সুরাইয়া আক্তার কলি বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম এশারত আলীর কনিষ্ঠ কন্যা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-

সফিকুল ইসলাম সর্দারের সহধর্মিণী এবং বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষিকা। তার এই অকাল মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস,

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান সহ

আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন,

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী সহ শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিবর্গ। মৃত্যুকালে তিনি ১১ বছর বয়সী এক পুত্র সন্তান, মা, শ্বাশুড়ি, স্বামী, বোন, আত্নীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রেনে কেটে নারীসহ তিনজন নিহত
পরবর্তী নিবন্ধনাটোরে আশ্রয়ন প্রকল্পের নামে ফসলি জমিতে পুকুর খনন : সেই মাটি যাচ্ছে ইট ভাটায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে