মা’কে নিয়ে একটু খানি -গোলাম কবির‘এর কবিতা

0
360
Golam Kabir

মা’কে নিয়ে একটু খানি

গোলাম কবির

পৃথিবীর সব আলো নিভে গিয়ে
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যখন,
তখনও ভালবাসা বেঁচে থাকে
কুয়াশার গাঢ় অন্ধকার পেরিয়ে
শীতার্ত রাত্রিতে মা’র আদরের ওমে।
আমি সেই উষ্ণতাকে বারবার ছুঁয়ে ছুঁয়ে
দেখি আর ভাবি মনে মনে কী বিষ্ময়কর
এই ভালবাসা, সন্তানের জন্য মায়ের!
মা, এতো ভালবাসা কী করে
ধারণ করো তুমি ঐ ছোট্টো বুকের মধ্যে!
সমস্ত পৃথিবী জুড়ে ভালবাসার ঐ
একটি খনিই শুধু আছে যা অনিঃশেষ যোগ্য!
তুমি চলে গেলে তাই তো সবার থাকে না
কিছু আর, আসলেই কী তুমিও চলে যাও?
আমি তো ভাবি, হতে পারে না তা কখনোই!
তুমি থাকো চিরকাল এই হৃদয়ে আমার।

(প্রিয় বন্ধু রফিক সুলায়মান ভাই এর সদ্য প্রয়াত মা’র স্মরণে উৎসর্গ)

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধসমাধি -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমুজিববর্ষ ভলিবল লীগে সিংড়া উপজেলা ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে