মায়াবী শংকর -ড. অনীক মাহমুদ‘এর কবিতা

0
185
শংকর

মায়াবী শংকর

ড. অনীক মাহমুদ

মানুষ বড়ই একা জীবনের ধর্ম একা চলা
পরমার্থ আছে কিনা বোধের আঙুলে কষ্ট বেশি,
তবু মানুষের মাহফিলে জমা হয় হার্দ্যকলা
মহৎ দক্ষিণা দিয়ে অন্তর্হিত ঘৃণ্য কেশী,
পরার্থের জয়ে যাদের আনন্দ নেভা আর জ্বলা
তারাই কালের পটে রেখে যায় মৈত্রী প্রিয়বেশী
আয়ুর সীমন্তে বাসা বাঁধে ঋদ্ধ অমৃতের দলা,
বিজয়ী বিষাণে দৃঢ় হয় সভঙ্গ আর্তের পেশী।

শংকরগোবিন্দ নাটোরের রাজনীতি-রূপকার,
চৌধুরীর দীপাবলি হাতে নিয়ে জ্বাললেন আলো,
সৌম্যদর্শী প্রতিকৃতি লোকবৃত্তে শরণ অপার
অবিমিশ্র মমতায় সবাইকে বাসলেন ভালো ;
এক অঙ্গে দুইরূপ তিনি এক মায়াবী শংকর,
আবার গোবিন্দ গীতে আজো কাঁদে নাটোরের ভোর।

বিহাস, রাজশাহী, ৬ শ্রাবণ ১৪২২

bonolota

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅজ্ঞাত ব্যক্তির ট্রেনের ধাক্কায় মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রস্ত্তুত হও -দেবাশিস সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে