মায়া জড়ানো চোখের ভাষা || অসিত কর্মকার এর কবিতা

0
300
Asit Karmakar
মায়া জড়ানো চোখের ভাষা || অসিত কর্মকার
দুরন্ত ঐ যান্ত্রিক জীবন দেখেছি বারেবার
হতাশায় মুখখানা মলিনবিধুর সেটাও দেখেছি তার
এরই মাঝে হৃদয়ে দেখেছি আনন্দ অপার-
অথচ এমন চোখের ভাষা দেখিনি বন্ধুটার
যে ভাষায় ছিল স্বপ্ন জড়ানো হীরকখণ্ড বুকে সেঁটে
ব্যগ্র দুচোখে ভাষাহীন ঠোঁটে আনন্দ চিৎকার!
শ্রীমান কোবিদ এলিই যদি ছিলি কেন স্বপ্নপুর
জানিস না সে জেদি পুরুষ স্বপ্নঘোরেও দিতে পারে রূপ
থাকতিস যদি হাজার কিংবা কোটি মাইল দূর।
২৭-০৪-২০২১ ইং
Advertisement
পূর্ববর্তী নিবন্ধতুমি ভালো থাকবে বলে – দেবাশীষ সরকার এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে অনুদান প্রাপ্তদের তালিকা কার পছন্দে,কিভাবে হলো ? -সুখময় বিপলু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে