মা -কবি দীপ্তি জামান‘এর কবিতা

0
360
Dipty Jaman

মা

কবি দীপ্তি জামান‘এর কবিতা

তুমি বলতে, তোকে মানুষের মতো
মানুষ হতে হবে আর আমি ভাবতাম,
আমাকে বড় হতে হবে অনেক বড়৷
সিল্কি জামা, হাওয়াই চপ্পল পড়ে রোজবিকেলে
খেলা করত প্রজাপতি বালক-বালিকারা৷
আমি পলকহীন চেয়ে থাকতাম দূর আকাশের দিকে
আর ভেতরে ভেতরে অস্ফুট কন্ঠে বলে উঠতাম,
আমাকে বড় হতে হবে অনেক বড়৷
মা তোমার মনে পড়ে-
প্রতিদিন ছিঁড়ে যেত আমাদের
জোড়ালাগানো স্যান্ডেলের বেল্ট
আর অভ্যেস মতো প্রতিটা সন্ধ্যা
কেটে যেত কুপির আগুনে পুড়িয়ে
ছেঁড়াবেল্ট জোড়া লাগানোর কাজে৷
গায়ের জামা অনাদরে ঝুলে থাকত যেখানে সেখানে৷
মা তোমাকে বলা হয়নি-
তোমার কপালে চিক চিক ঘামের মধ্যে
দেখতে পেতাম বেদনা,
আমি কুঁকড়ে উঠতাম দ্রোহে৷
বৃষ্টিভেজা রোদেপোড়া তোমার
তামাটে বিবর্ণ মুখখানি দেখে মনে হতো
তুমিই বাংলার অবিসংবাদী একমুঠো মাটি৷
তোমাকে বলা হয়নি-
টিকে থাকার নিরন্তর লড়াই সংগ্রামে
তুমিই ছিলে আমার সম্মোহনী শক্তি ৷
তোমাকে বলা হয়নি-
কবিতায় লিখে রাখতাম তোমাকে ঘিরে
না বলা সব অভিব্যক্তি৷
মা আমি ভুলিনি –
তুমি দীর্ঘ নি:শ্বাস ফেলে বলতে,
তোকে মানুষের মতো মানুষ হতে হবে৷

Advertisement
উৎসDipty Jaman
পূর্ববর্তী নিবন্ধবসন্ত বিষাদ লিপি চৌধুরী
পরবর্তী নিবন্ধশেষ প্রস্তুতি -কবি আনিছুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে