মিথ্যে সুখ ? -নুর মহাম্মদ‘এর কবিতা

0
268
নুর মহাম্মদ

মিথ্যে সুখ ?

নুর মহাম্মদ

এই যে এত ভালোবাসা
এত যে স্বপ্ন দেখা
কি লাভ বল?
সবকিছু ছেড়ে একদিন তো চলেই যাব।
তার পরেও নতুন নতুন স্বপ্নবুনি
তোমাকে ও তোমাদেরকে নিয়ে সুখে থাকার।
সুখ, সুখ কি এতই সোজা
যতই তারে ধরতে যাই যতন করে।
ততই দূরে পালায় অতল গহীন গহব্বরে।
সপ্তাহের ছয়দিন ছুটি সুখের আশায়।
আর শুক্রবার এলেই আখেরাত,
হাশরের ময়দান, পুলসিরাত আর বেহেশত।
কি আছে ঐ বেহেশতে “সুখ”
শুধু শুক্রবার এর জন্যই ওই বেহেশতের সুখ?
বাকি দিনগুলো আবার মানুষ ঠকানো কাজ।
শুক্রবারের নামাজের জন্য যদি বেহেশতে পেয়ে যাই।
তবে মাওলা তোমাকে আমার প্রিয় নবীকে কি পাবো?

Advertisement
উৎসনুর মহাম্মদ
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়া পৌর মেয়র মোশারফ হোসেন বরখাস্ত
পরবর্তী নিবন্ধমনে পড়লে -শ্রী কৃষাণ কুমার সাহা‌‌‌‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে