মৃত্যু চাই -মহিউদ্দিন ফারুক অপু‘এর কবিতা

0
469
Md Mahiuddin Faruk Aupoo

মৃত্যু চাই

মহিউদ্দিন ফারুক অপু

মৃত্যু হোক বারবার
মৃত্যু হোক অবহেলা-অবজ্ঞার।
মৃত্যু হোক যত অনিয়ম অন্যায়ের।
মৃত্যু হোক আমার আপনার সকলের,
তবে সে মৃত্যু হোক ভালো না থাকার।
অমানবিকতার মৃত্যু হোক।
অধিকার আদায়ে দু-কদমের পূর্ণতায়,
পরাধীনতার ছেকল ছেড়ায়,
মৃত্যু হোক সকল পিঁসাচের।
আমি মৃত্যু চাই,
এতিম অনাহারীর পেটের জন্য।
সাদা কালোর পার্থক্যের মৃত্যু চাই।
মৃত্যু চাই ধনী-গরীব বৈষম্যের।
পেট ও পকেটের জন্য টাকার মৃত্যু চাই।
ছেঁড়া পোষাকে দৃষ্টির মৃত্যু চাই।
অত্যাচারির সাহসিকতার মৃত্যু চাই।
মৃত্যু চাই দুর্বলদের অনৈক্যের।
আমি মৃত্যু চাই কলমের,
যে সবার জন্য লিখে না।
মৃত্যু হোক নেতৃত্বের,
যা সবার জন্য সমান না।
আমি মৃত্যুরও মৃত্যু চাই,
যদি তা হয় ভালোবাসার।

Advertisement
উৎসMd Mahiuddin Faruk Aupoo
পূর্ববর্তী নিবন্ধইচ্ছে করে হারিয়ে যাই -কবি চয়ন্ত বণিক‘এর কবিতা
পরবর্তী নিবন্ধযাহা ভেন্না তাহাই রেড়ি -সুপ্তি জামান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে