কবিতা লিখার জন্য আহাজারি -গোলাম কবির‘এর কবিতা

0
272
Golam Kabir

কবিতা লিখার জন্য আহাজারি

কবি গোলাম কবির

কবিতা লিখবো বলে কতোদিন
যুৎসই শব্দের খোঁজে ঘুরছি প্রাণপণ
অথচ শব্দরা আর অক্ষরের নিপুন মালা
গেঁথে আমার মগজে ভীড় করছে না!
মাঝেমাঝে মনেহয় এখন শব্দের ও
আকাল চলছে খুব মানুষের বিবেকহীনতার
মতো আবার কখনো মনেহয় আমারই
বুঝি ভুল হয়ে যায় বারেবারে,
আমিও বুঝি হারিয়ে গেছি,
ফুরিয়ে গেছে আমার সব কথা!
নপুংসক এই মেধার শূন্যতায় কাঁদে হৃদয়!
যে প্রিয় নদীটার সাথে একসময়
প্রতিদিনই কথা হতো, সেও আজকাল
কেমন মুখ ফিরিয়ে রাখে অভিমানে,
ওর নরম বুকে কতোদিন যে নিজেকে
সঁপে দিয়েছি প্রাণের উচ্ছলতায়,
সেকথা এখন মনেহয় তার আর
মনেই পড়ে না এই দারুণ দূঃসময়ে!
কবিতারা আবার ফিরে এসো
আমার বুকের মাঝখানে,
আমার চৈত্যনের বাগানে নিত্য ফোটাও
গোলাপ কিংবা চন্দ্রমল্লিকা!
প্রিয় কবিতা গুলো আবার ফিরে আসুক
আমার অক্ষিগোলকে, আমার মগজে
কৈ মাছের মতো তড়পাতে থাকা
আমাদের বিবেকের পচনের কথা গুলো
অক্ষরের মালায় বন্দি হোক,
কবিতার শব্দে শব্দে উঠে আসুক
আমাদের নষ্ট সময়ের সাতকাহন
এবং তার সমাধান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে সড়ক দুর্ঘটনায় মনির কন্ট্রাক্টর নিহত
পরবর্তী নিবন্ধঅঙ্গসৌষ্ঠবে স্তনবৃন্ত তার – আসাদজামান এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে