“যখন কবিতা লিখি” কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
708
Shupti Jaman

“যখন কবিতা লিখি”

কবি সুপ্তি জামান

ক্ষণেক যদি ভাসলাম হাওয়ায়
তারপরই অনন্ত খাদ
আমাকে টেনে নেয় তার গহ্বরে
তলবিহীন অনন্ত অসীম
অন্ধকার গুহার ভেতরে
আমার অন্তবিহীন পথ চলা,
চলতেই থাকে।
অন্ধকারে আমি কেবল
আমাকেই খুঁজে ফিরি
আমার হৃদয়ের গভীরে
মণি মুক্তা খুঁজে ফিরি
আমি চারপাশ ভুলে যাই
এমনকি আমি ভুলে যাই
আমার সকল ক্ষত কিংবা দ্রোহ।
আমি মৃতের মতো পথ চলি
তবুও আমি মৃত নই
আমি এখনও জীবন্ত এক সত্তা
কেবল তখনই অনুভবে পাই
যখন কবিতা লিখি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“টাকা”-সৈকত হাসান
পরবর্তী নিবন্ধ“মরীচিকা”-শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প -পর্ব-০৩

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে