যদি আর ফিরেও আসি -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
232
Shaheena Ronju

যদি আর ফিরেও আসি

কবি শাহিনা খাতুন

কার্তিকের শেষ প্রায়
মধ্য দুপুর
বৃক্ষপত্রগুলো আরও সতেজ হয়েছে
যেনো ঝরে যাওয়ার প্রস্তুতি চলছে,
নির্মানাধীন মেট্রোরেলের নীচে
সংসার তাহার।
বাঁশপাতা খামে চিঠি লিখে দিয়েছি
অক্ষরগুলোকে গুড়ো গুড়ো করে
ধুলোয় মিশিয়ে দিয়েছি,
আর কখনো যেয়োনা এপথে
শুকনো শিউলি ফুল
মধ্য দুপুরে যদি ডাকে
যদি বলে আমাকে একটু নির্জনতা দাও
প্রখর সূর্যতাপের বদলে একটু শীতলতা দাও
যদি আর ফিরেও আসি
আমায় তখন নতুন নামে ডেকো
ভুলে যাওয়ার জন্য জন্মেছি বলে
আমায় ডাকবেনা কেন?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বোবা মেয়ের লাঠির আঘাতে পিতার মৃত্যু
পরবর্তী নিবন্ধশিল্পকলার কলা -এম আসলাম লিটন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে