“যে তোমাকে জানে- তোমার অধিক”- কাজী আতীকের কবিতা

0
373

যে তোমাকে জানে- তোমার অধিক/
কাজী আতীক।

যদি জানতে চাও- মুগ্ধতার অধিক!
আমি বলবো- যা হয়তো দেখা যায় না
অথচ অন্তঃস্থিত আত্মায় তার অবিরাম বসবাস
আর যার স্থিতি- অস্তিত্বে সব চেয়ে স্থায়ী,

যদি জানতে চাও- বিহ্বলতার অধিক!
আমি বলবো- যার জন্য পোড়ে মন
যাকে তুমি পেতে চাও সান্নিধ্যে নিরঙ্কুশ,
অথচ সে থাকে মিশে তোমার সম্পূর্ণ অস্তিত্বে
তুমি দেখো বা না দেখো, সে নিত্য তোমাকে দেখে।

যদি জানতে চাও- ভালোবাসার অধিক!
আমি বলবো- যেখানে স্থূল চাওয়া পাওয়া নেই
যদি নিরঙ্কুশ সমর্পণ ইচ্ছায় অন্তর জাগ্রত হয়,
তাহলেও মূল্যহীন- তুমি কাকে জেনেছো প্রাণাধিক,
আরাধ্য প্রেমী- যে তোমাকে জানে- তোমার অধিক।

(নিউ ইয়র্ক, ২৬ ফেব্রুয়ারি ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“সাম্পানওয়ালা” – মোহাম্মদ সেলিমের কবিতা
পরবর্তী নিবন্ধ“বসন্তের এপিটাফ”- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে