রণক্ষেত্রের বিজয় পতাকা -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

0
615
Prodip-Sarker

রণক্ষেত্রের বিজয় পতাকা

কবি প্রদীপ সরকার

প্রভাতের জ্যোতি ঠিকই আসে রশ্মি হয়ে
দীর্ঘ হয় দিন, কাটেনা সময় অজানা শঙ্কায়
ড়ে থাকে কাজ, সবহারায় মানুষনিঃসঙ্গ।

ঙ্গহীন, কর্মহীন, ঘরবন্দী আর কতদিন?
সাতলে ধরণী আবার মহামারীক্রান্ত।
কারসাজি করোনার মহামৃত্যুমিছিল
কম পাল্টে ধরাশায়ী ধরণীর মানুষ।

লালারস নিঃসরণে অনুজীব ঢুকে দেহে
কডাউনেও নাই পরিত্রাণ।
বাধা বিপত্তি মানেনা শুধুই লোকক্ষয়
জানা অজানা ভীতি প্রলয় বুঝি এলো
ক্ষাকর্তা আবিস্কারকের আবির্ভাব হোক
নামকরন হোক প্রতিষেধকের
টোটকা নয়, মানব বাঁচাতে দ্রুত আসুক
ণক্ষেত্রের বিজয় পতাকার ওষুধ।

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় করোনায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসিংড়ায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে