লিটল ম্যাগাজিন “তারুণ্যের শ্বাসপ্রশ্বাস”- ওবায়েদ আকাশ 

0
271

লিটল ম্যাগাজিন “তারুণ্যের শ্বাসপ্রশ্বাস”- ওবায়েদ আকাশ

লিটল ম্যাগাজিন “তারুণ্যের শ্বাসপ্রশ্বাস”। যদিও বয়স দিয়ে তারুণ্যের বিচার হয় না। একজন বয়োবৃদ্ধও তারুণ্য ধারণ করতে পারেন আবার একজন বয়সে নবীনও বার্ধক্য ধারণ করতে পারে। আর তারুণ্যহীনতা এক ধরনের মৃতের নাম।

দীর্ঘ বাইশ বছর ধরে লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। অর্থাৎ অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন “শালুক” সম্পাদনা ও প্রকাশ করছি দীর্ঘ বাইশ বছর ধরে। এবং শেষ পর্যন্ত বুঝেছি, লেখালেখি বা যে কোনো শুভ চর্চার জন্য, সিরিয়াস চর্চার জন্য লিটল ম্যাগাজিনের কোনো বিকল্প আজো পাইনি। শঙ্খে কান পাতলে যেমন সমুদ্রধ্বনি শোনা যায়, তেমনি লিটল ম্যাগাজিনকে বিকল্প ভাবনাসিন্ধু বলা হয়। লিটল ম্যাগাজিন এক পৃষ্ঠাও হতে পারে আবার হাজার পৃষ্ঠাও হতে পারে। আকার দিয়ে লিটল ম্যাগাজিন বোঝায় না। এই লিটল-এর ব্যাপ্তি অনেক বিগকেও ছাড়িয়ে ছাড়িয়ে যায়। কিছুদিন আগের একটি ফেসবুক কাণ্ড আমাকে আবার এ বিষয়ে লিখতে উদ্বুদ্ধ করলো। একটি ভুল পোস্ট থেকে শিক্ষাটা নিয়েছি। তথ্য ও ব্যাকরণগত বিশাল এই ভুলটিকে সবাই খেয়াল না করেই স্তুতি করে গেল গণহারে। কারো কারো স্তুতি বিস্মিতও করলো। আমি অবাক হলাম যে, কারো চোখেই ব্যাপারটা ধরা পড়লো না ; অথচ প্রশংসা করে গেল। শেষ পর্যন্ত নিজেই ব্যাপারটা ধরে লজ্জিত হলাম। আবার ফেসবুক যে অন্যের কাছে পৌঁছাবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম– তাও আমি অস্বীকার না করে অকাতরে ফেসবুকীয় সুবিধা গ্রহণ করি। তবে, সিরিয়াস লেখালেখি বা চর্চার জন্য অবশ্যই লিটল ম্যাগাজিনের বিকল্প নেই। এখানে আপোস করার সুযোগ নেই। কিন্তু ফেসবুকে সবকিছু সবার মনের মতো না হলেই বিতর্ক শুরু। কিন্তু কোনো স্রষ্টাই তার সৃষ্টির বেলায় আপোস করেন না। অন্যদিকে ফেসবুকে সবধরনের বন্ধু একই বিষয়ে পারদর্শী হওয়ায় সেখানেও চিন্তার স্বাতন্ত্র্য অনেকক্ষেত্রে বিঘ্নিত হয়। আবার ফেসবুকের গণস্তুতি নিরপেক্ষ বিচার বিবেচনাকে বিঘ্নিত করে। এ ক্ষেত্রেও লিটল ম্যাগাজিনের বিকল্প কিছু নাই। আবার একবার লিখলাম যে, “লিটল ম্যাগাজিন একটি আন্দোলন”। তখন ফেসবুকের প্রিয় বন্ধুরা এ প্রশ্নও কেউ কেউ করে বসলেন যে, “লিটল ম্যাগাজিন আবার আন্দোলন হয় কী করে?” 🙂 যা হোক, সামাজিক ইস্যু নিয়ে সোচ্চার হওয়া, প্রচার প্রচারণা, হাসি-তামাশা, সম্পর্ক শাণিতকরণ, থেকে শুরু করে একে অন্যকে আক্রমণ এমনকি পরচর্চা কিংবা পুরনো বন্ধুকে খুঁজে পেতে ফেসবুকের বিকল্প যেমন এখন বিরল, তেমনি সিরিয়াস লেখালেখি বা বিকল্প বা নতুন চিন্তা চর্চার জন্য লিটল ম্যাগাজিন এখনো অদ্বিতীয়; ফেসবুক যা কল্পনাও করতে পারে না।
লিটল ম্যাগাজিন মানে তাই আমি মনে করি “তারুণ্যের শ্বাসপ্রশ্বাস”।
এ অভিজ্ঞতা ২২ বছরে “শালুক”-এর ২৪টি সংখ্যা সম্পাদনা করে অর্জিত।

সূত্র- লেখক এর ফেসবুক ওয়াল থেকে। 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধসিংড়ায় অবশেষে তাজপুর ব্রীজে আটকে থাকা কচুরী পানা অপসারণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে