শঙ্খ -কবি আসাদজামান‘এর কবিতা

0
135
Md Asaduzzaman

শঙ্খ

কবি আসাদজামান

শিল্পকে জমা দেই, শিল্পীর কাছে
মেঘের ওপারে থাক মেঘ।
যেখানে যাবনা বলে পণ করে বসে আছি,
কে শোনে বৈষ্ণব পদাবলি।
কালে সন্ধ্যায় অথবা বৈশাখ
মিত্তির বাড়ির উঠোনে এখন আর
বাজেনাকো ঢাক।
রীতি ও ঐতিহ্য কালে কালে বিবর্তিত হচ্ছে।
কোন চোরা মুখ বাজায় শঙ্খ!
কোন সে অশনি সংকেত ধেয়ে আসে রোজ ?
ভরা সাঁঝে খোলা চুলে !
তবু শিল্পকে জমা দেই শিল্পীর কাছে।
রোজ যদিবা শাঁখ বাজে, অন্তর আলোকিত ফুঁয়ে
দূর করে অকল্যাণ, শুদ্ধতা ছুঁয়ে–
শুদ্ধতায় ভরুক প্রান পলকে পলকে
নূতন আঁধারে জ্বালি দীপ, মঙ্গল আলোকে।

১৩.১২.১৯

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধপ্রস্ত্তুত হও -দেবাশিস সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধভাবে দেহ থাকবে ভবে কতক্ষণ -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে