শব্দের সম্ভ্রম নিলাম হয় রোজ/ কাজী আতিকের কবিতা

0
254

শব্দের সম্ভ্রম নিলাম হয় রোজ/ কাজী আতিক

ইদানীং শব্দের শ্লীলতা হানিই যেনো শিল্পের খোঁজ,
শব্দরা নিলাম হয় আজকাল
শব্দের সম্ভ্রম নিলাম হয় রোজ,
প্রকাশ্যে বস্ত্র হরণ হয় শব্দের
লজ্জা উদোম শব্দ পালাবার পথ খোঁজে
উপায় থাকেনা কোনো এমনকি মুখ লুকোবে শব্দ,

যার হাত যতো বেশি সিদ্ধহস্ত লুটতরাজ সম্ভোগ ক্রিয়াকর্মে
তাদেরই পোয়াবারো, তারাই বারোয়ারী বণিক হয় শব্দের,
জলসাঘর জলসাঘর পসরা সাজিয়ে
নিপোশাক নর্তকী অবয়ব আঁকে শব্দের কারুকাজে
আর খোলা আকাশ উঠোনে পাতে নিলাজ বাসর শয্যা।

শব্দ নাকাল হয় যত্রতত্র, শব্দ আত্মগ্লানিতে ভোগে,

শালীন অশালীন বুঝেনা শব্দ, বুঝে কেবল স্থান কাল পাত্র
যেমন ‘স্থানে মান আর অস্থানে অপমান’
যেনোতেনো অসংযত প্রয়োগ থেকে মুক্তি চায় শব্দ-
আর তাই হয়তো, শব্দ- শোভন সাবধানতা চায় ইরোটিক চয়নে।

(নিউ ইয়র্ক ২৬ ফেব্রুয়ারি ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পাঠক সমাবেশ এবং কিছু রঙিন মলাট”- নীল মাহবুব এর কবিতা
পরবর্তী নিবন্ধ“হে সময়… বেহুলা হও” কবি গৌতম চট্টোপাধ্যায‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে