শরবাংলা -আসাদ জামান‘এর কবিতা

0
244
Md Asaduzzaman

শরবাংলা

আসাদ জামান

ফুল ফসলে ভরা সে মাঠ হাসে খিলখিল। চিনিডাঙার পাশে আছে লেদোগাড়ি বিল।খেসারি কলাই আর রাই সরিষার চাষ। হরেক ফসল ভরা থাকে,থাকে বারোমাস।
খেসারি ফল তুলে তুলে মাটির হাঁড়ি করে।মাটির ঢেলার
চুলায় জ্বাল ধরাই দিতাম জোরে। পাকিলে ফল নড়া
পুড়াই খাইতাম সবাই মিলে। মন পড়ে রয় মন পড়ে রয়ঃ
লেদোগাড়ি বিলে।
চিকন আবাদ হইতো কত বালুদিয়াড়ে। হায়রে মানুষ
করতো যে কাজ হাজারে হাজারে। লেদোগাড়ি পার হইলে পাবে সুতারপাড়। সেথায় ছিল হরেক রকম
মাছেরও বাহার। গাড়িমধ্য, শরবাংলা,আঁড়ালি আর গজাড়ি বিল। মাছ ফসলে চিরকালই হাসিছে খিলখিল।
আমার গাঁয়ে জামের গাছে বউ কথা কও পাখি। ফিঙে
ফড়িং মনের সুখে করে নাচানাচি। শহর মানে যান্ত্রিক জীবন, নেই আদরের মাখামাখি। আমি অধম গাঁও ছাড়িয়া শহরেতে থাকি? পাড়া পাড়া গাঁয়ের মানুষ
নেয় অন্যের খোঁজ। এই দৃশ্যটা একদিনের নয় বছরও
রোজ রোজ।
বিল দেখিবো ঝিল দেখিবো। যাইবো উড়াল দিয়া। পাখি
হইতাম আমি আসাদ, উদাসও মোর হিয়া।

১৫.০১.২০২১

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধকবির কষ্ট -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপথ প্রহেলিকা -মাহাবুব খন্দকার‌‌‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে