শহরে বৃষ্টি হয়….. আমীন আল রশীদ
শহরে বৃষ্টি হয় অঝোরে ক্ষুধাকাতর নিরন্ন শিশুর
নাবুঝ কান্নার মতো একটানা বিরতিহীন
গলির কানায় কানায় কান্নার নোনাজলে থই থই
মা কোথায় পায় একথালা শিউলি ফুল যে
নিরন্ন শিশুর পাতে তুলে দেবে
ডিমকুসুম সকালের আমিষ
হা কাঁঠালিচাঁপা—ভরা বর্ষার মাদকতামাখা
রূপালি ইলিশ; ঝকঝকে শিলং মাছের পেটি
কলাপাতায় কচুর লোদলোদ স্বাদ
মা কোথায় পায় এমন শিউলিভোর
কবে আসে এই শহরে—এই বদ্ধ শহরে
আত্মগোটানো মানুষের এই অমানবিক শহরে
কেন বৃষ্টি নামে অপুষ্টিতে ভোগা শিশুর কান্নার মতো
কেন বিরতিহীন বৃষ্টি হয় গলির কানায় কানায়
কান্নার শিশিরবিন্দুতে কেন ভাসে
ডিমসুকুম সকালের শিউলিফুলের মালা…
০৯ জুলাই ২০১১
কাঁঠালবাগান, ঢাকা
Advertisement