শিল্পহীন কাব্য -কবি নাসিমা হক মুক্তা

0
714
Nasima Akter Mukta Mukta

শিল্পহীন কাব্য

কবি নাসিমা হক মুক্তা

প্রিয় পাতাটি মুছে গেছে বড় অসময়ে
পিপাসার ছাতি ফেটে
উড়ে গেছে বহুদিন, বহুসময়
আর কতকাল এইভাবেই বিনাশ হবে তৃষিত চোখ

বড্ড অভিমান হয় বিষাদের ছবি আঁকতে
একদিকে বিজন সুর
অন্যদিকে জীবন
এই প্রলাপ ছুঁয়ে থাকে শরীর, মন ও মগজে
শিল্পহীন গভীর নিশীথ কাব্য
এঁকেবেঁকে চলছে বহুদূরে।।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধঈদের আনন্দ হোক সকলের প্রাণে- গোপাল অধিকারী
পরবর্তী নিবন্ধঈদের সময় জনসাধারণকে যা করতে বলল স্বাস্থ্য অধিদপ্তর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে