শেষ প্রস্তুতি -কবি আনিছুর রহমান‘এর কবিতা

0
276
Anisur Rahman

শেষ প্রস্তুতি

কবি আনিছুর রহমান

এসো শান্ত হও
প্রস্তুত হও, প্রতীক্ষা করো
পাতাল বেয়ে আরও আরও অনেক অন্ধকারের।
এসো পবিত্র হও
মখমলী সাজ, সবুজের উল্লাস, বসন্তের চুম্বন ছেড়ে
নতুন ভবিষ্যৎ এবং অতীতের মনস্তাপ ফেলে।
এসো সংহত হও
মনে কর তোমার পথ অনেক দূর এগিয়ে
এখনি ডুবতে হবে মৃত্যুর তিমিরে ।
এসো ভুলে যাও
ধনদৌলতের ভাবনা, রুপেয়া সাস্থ্যের ভাবনা
হতে হবে রিক্ত, পৃথিবী মুছে হারাতে হবে সব।
এসো প্রস্তুত হও
নিজেকে অচেনা হতে
কেননা চেনা চোখ অচেনা হবে তারাও উৎসবে আড়াল হবে।
এসো প্রার্থনা করো
চিরকালের আবাস যেন পরিনীত না হয় অগ্নিকুন্ডে
লুপ্ত ভূমিতে যেন ফুল সুরভী জুটে

Advertisement
উৎসAnisur Rahman
পূর্ববর্তী নিবন্ধমা -কবি দীপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে লকডাউনে দরিদ্র মানুষের খাদ্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে