শেষ ফেরারি -কবি আনিছুর রহমান‘এর কবিতা

0
428
Anisur Rahman

শেষ ফেরারি

কবি আনিছুর রহমান

আমি তুমি সে সবাই ফেরারি
সোনার খাঁচায় বন্দী নানা রঙের দিন শেষে
সবুজের সমারোহের মায়া ত্যাগ করে
ফিরে যাওয়া………
যে ফিরে যাওয়া আর ফিরে আসেনা
সে চোখে ফিরে দ্যাখেনা ফিরে ডাকেনা;
আমি তুমি সে সবাই ফেরারি
শেষ ফেরারি………।
সব আমন্ত্রণ নেমন্ত্রণ ঘুচে
রহস্যের রঙ মুছে
ফিরে যায় যেতে হয়
কৃষক মাঠের পাকা ধান
মাঠে রেখেই ফিরে
কৃষাণী তার বুকে জমানো স্বপ্ন ভেঙে
মানুষের সব কর্ম যজ্ঞ ফেলে
ফিরে যায় যেতে হয়।
রূপের জৌলুস ভরা অন্তর
শিল্পিদের জলসাঘর
ঠাট্টা তামাশা সার্কাস
সকল আনন্দ সুখের আল্পনা
বিপুল আগ্রহ উদ্যিপণা
কর্মযজ্ঞের সাফল্য এবং
সম্ভবনার দ্বার উম্মচোন করেও
ফিরে যায় যেতে হয়…..।
মগ্নচুড়ার সুগন্ধির উঠোন
প্রীতিমুখোর সন্ধ্যা সুরভী মাখানো রাত
উপচে পড়া সূরার পেয়ালা
তৃষ্ণার্ত যুবকের কাম সঙ্গী
হেমন্তের শেষ বিকেল এবং
সমুদ্রের জলের নোনা ভালোবাসা
সব জিইয়ে রেখে
ফিরে যায় যেতে হয়।
অট্রলিকায় শাসকের বালামখানা
ক্ষমতা, দাম্ভিকতা, পদ মর্যাদা,
জ্ঞান গৌরব, প্রজ্ঞা , বুদ্ধিজিবি
প্রেমযুগোল,রাজা রাণী
সুবিস্তীর্ণ সুখের দাম্পত্য
সাধারণ, অসাধারণ ক্রমশঃ
আমি তুমি সে সবাই ফেরারি
শেষ ফেরারি……

Advertisement
উৎসAnisur Rahman
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধএকলা -রত্না চক্রবর্তী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে