শ্রাবণ বন্দনা -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা

0
230
Srabani Gupta

শ্রাবণ বন্দনা

কবি শ্রাবণী গুপ্ত

জুন মাস এলেই কেমন মেঘ জমে আমার মনে
আকাশের অবস্থাও ভালো নয় দেখেই
আজ আবার ঘরমুখো হলাম আমি
এরপর তো কেবলই শ্রাবণধারা….
ফেরার পথে দেখলাম চৌরাস্তার মোড়ে কিসের যেন গুঞ্জন
কোন্ ঘরমুখো নাবিক পথ হারিয়েছে মাঝ সমুদ্রে
সদর দরজায় পোষা কুকুরটাও বিষণ্ণ
সেও কি বুঝে গেছে এটা জুন মাস?

Advertisement
উৎসSrabani Gupta
পূর্ববর্তী নিবন্ধএক টুকরো -কবি আজাদুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ‘বাদল দিনের প্রথম কদম ফুল’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে