“সংক্রান্তি “- লিপি চৌধুরী’র কবিতা

0
649
লিপি এনকে

সংক্রান্তি
লিপি চৌধুরী

সম্পর্ক গুলো ক্রমশ হচ্ছে নোনতা
ভালোবাসার পলেস্তরা ঝরে পড়ে
লবন হ্রদে সুসজ্জিত অট্টালিকা
পোশাকি দম্ভে আভিজাত্য বহন করে।

শহর থেকে একটু দূরে গেলে
পথ যেখানে আলের গায়ে মেশে
আদুল পায়ে ক্ষুদার্ত পেট গুলো
সংক্রান্তিতে উৎসবে মেতে ওঠে।

জীবন ওদের পিঠে পুলি আর পায়েস
নবান্নে ওরা নতুন রঙে সাজে।
স্বপ্ন তাদের নিতান্তই সাদামাটা
দুমুঠো অন্নে জীবন শুধুই বাঁচে।

দুঃখ তাই পারেনা ওদের ছুঁতে
চোখের কোন অবাধ স্বাধীনতা
টুসু ,ভাদু আর ঝুমুর নাচে গানে
আনন্দকে বাজি রেখে বেঁচে থাকা।

যাদের ঘরে চাকচিক্যের ফোয়ারা
পূর্ণিমার চাঁদ লজ্জায় মুখ ঢাকে
বিষাদ তাদের নিত্য দিনের সঙ্গী
ঘুম নামে না তাদের মলিন চোখে।

উৎসব তাই ধনীর মদ্য পান
গরিবের ঘরে সন্ধ্যাতারা জ্বলে
আমার হিসেবে সবই দেখি গরমিল
সত্যি ধনী ,গরীব কে আসলে?

হাওড়া,পশ্চিমবঙ্গ, ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ইচ্ছা উপসংহৃতি”- কাজী আতীক এর কবিতা
পরবর্তী নিবন্ধ“শূন্যকথন “- সুবর্ণা গোস্বামী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে