সঞ্চালন -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
830
আজাদুর রহমান

সঞ্চালন

কবি আজাদুর রহমান

সবটুকু দুঃখ নয়, কিছু ব্যার্থতা
আর কিছু কালিমা
ব্যথা ভরা প্রান,
অপমান সয়ে সয়ে থমকে থাকা
কিছু অভিমান।
সবটুকু দুঃখ নয়, কিছু ক্ষমা
আর কিছু নিয়তি
নিস্ফল আসা যাওয়া,
হাত পেতে পেতে শেষমেশ
কিছু না পাওয়া।
সবটুকু দুঃখ নয়, কিছু বন্ধুর পথ
আর কিছু শত্রুতা
ভুলের পরে আরেক ভুল,
ভালবেসে ক্লান্ত বারবার
নদী হারা কুল।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামের মুক্তিযোদ্ধার স্ত্রী’ হনুফা বেওয়া বীরঙ্গনা খেতাব পেলেও পায়না ভাতা !
পরবর্তী নিবন্ধচৈতী -নাদিয়া মোহাম্মদ‘এর লেখা গল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে