সবাইকে অল্পতেই আপন ভাবি, এটা আমার গুণ-আবু জাফর সিদ্দিকী

0
472
জাফর

সবাইকে অল্পতেই অাপন ভাবি, এটা অামার গুণ

যেকোন মানুষকে অল্পতেই অাপন ভাবা কেউ বলে গুণ অাবার কেউ বলে দোষ। তবে অামি বলবো এটা অামার গুণ। এ গুনে গুণান্বিত হওয়া গর্বের বিষয়। মানুষকে অাপন ভাবা দোষের কিছু নয় তবে সেটার গুরুত্ব না দেয়া মানুষের ব্যর্থতা বলে অামি মনে করি।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। দুদিনের দুনিয়ায় রয়ে যাবে শুধু ব্যবহার। ভাল ব্যবহার করলে সেটাও মানুষ বলে অাবার খারাপ ব্যবহার করলে সেটাও মানুষ বলে।
অামার কাছে ধর্ম-বর্ণ, উঁচু-নিচু বা রাজনৈতিক কোন ব্যবধান নয়। সবাইকে ভালবাসি, অাপন ভাবি। অার কেউ কেউ এটার সুযোগ নেয়। অাত্বীয় অার বন্ধুত্বের হক্ব যথাযথ অাদায়ের চেষ্টা করি। এটাও অামার দূর্বলতা। তবে মানুষকে অাপন ভাবা অামার গুণ। ধন্যবাদ সবাইকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএবারের একুশে বইমেলায় -সালমা সুলতানার ‘দহন’ গল্পগ্রন্থ, রকমারিতে পাওয়া যাচ্ছে
পরবর্তী নিবন্ধভোট এখন উৎসব না, উত্তেজনা-আবু জাফর সিদ্দিকী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে