সমাজ বাঁচাও সবাই মিলে -আজিজা রুপা‘এর কবিতা

0
300
Aziza Rupa

সমাজ বাঁচাও সবাই মিলে

আজিজা রুপা

কোন মুখে পর্দার কথা বলিস???
আঠারো কোটি মানুষের সম্মূখে কাপড় খুলে ফেলিস!
পুরুষ হয়ে তুই যেমন পেশীর বড়াই করিস।
এক কাপড়ে শরীর ঢেকে,
পরোতে পরোতে কাপড় ফেলে,
বুক উঁচিয়ে রাস্তায় চলে,
নারী ও তেমন দাপট নিয়ে করবে বাহাদুরি।
খবরদার তাকাবিনা
তাকাবি তো চোখ থাকবেনা
এটা নয় আইয়্যামে জাহেলিয়া
যেমন ইচ্ছা তেমন করবি
পুরুষ নামের কাপুরুষেরা।
ধর্মের দোহাই দিয়ে তুই করবি চারটে বিয়া
সেসব সবি তোর ভন্ডামী
জানে এখন সব নারীরা
অসহায় নারীর পাশে দাঁড়াতে
করেছিলেন নবী চারটে বিয়ে।
তুই হায়েনা মনের খায়েশ মিটাতে
করিস বিয়ে পথে ঘাটে
দোহাই মারিস ধর্মের তাতে।
পর্দার কথা বলে বলে
কাপড় খুলিস মনে মনে
ভালোবাসিস বলে বলে
বোরকা পরা মেয়েটিরে
অসতী করিস হোটেলে নিয়ে
আবার আসিস ধর্ম গাইতে
মনের পর্দা আগে আন
এই হোক শ্লোগান।
হে পুরুষগণ! আর থেকোনা চুপ করে
দাঁড়িয়ে পড় নারীর পাশে
পুরুষ নামের নরপশুদের
টেনে এনে জনসম্মুখে
জুতা মারো গালে গালে
জুতা মারো তালে তালে
সমাজ বাঁচাও সবাই মিলে।

রচনাকাল- ৬/১০/২০২০। ভোর ৪.৪৪ মিনিট

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে নিজদলের কর্মীদের মারপিট, পরকীয়াসহ নানা অভিযোগ আ’লীগনেতা লিটনের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধসিংড়ায় ধর্ষন ও নির্যাতন বিরোধী মানববন্ধন ও পথনাটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে