সমানে সমান -কবি কোহিনুর আকতার‘এর কবিতা

0
480
Kohinur Akter

সমানে সমান

কবি কোহিনুর আকতার

কতোদিন হয় দেখি না
শেষ কবে দেখেছি তা স্মরণেও নেই,
কতকাল হয়ে গেল আসনি এদিকে!
আবার আসো যদি দেখে নিও তবে
দুজনের মাঝখানে রেখে দেব
সুর আর গান;
ফিরে আস, ভুলে যাও এতো অভিমান।
ঝড়, বন্যা, তাপদাহ, ছায়া সুশীতল প্রাণ
সবটা গ্রহণে নেব সমানে সমান।

Advertisement
উৎসKohinur Akter
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ছেলের বৌকে যৌন নিপিড়নের অভিযোগে শশুর গ্রেফতার
পরবর্তী নিবন্ধসেদিনই দেখবো নারীমুক্তি -মো. জসিম উদ্দীন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে