সায়নবেলা -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
695
Shupti Jaman

সায়নবেলা

কবি সুপ্তি জামান

কন্যার পাঁশুটে কুন্তলে জীর্ণ দুটি হাত
বিলি কেটে কেটে একদা বলেছিল ‘তুইও বুড়ো হয়ে গেছিস’
ইত্যবসরে নিজের বয়স লইলেন যেন ঠাহর করে
বললেন, অনেক দিন হলো আছি ধরনীর পরে,
উহ্য রইল আরো অনেক কথা।
বৃদ্ধা বুঝলেন- বিদায়ক্ষণ বেজে উঠলো বলে
খেদ রাখলেন না মনে কোন
মৃদু হাসলেন আনমনে-
আকাশপানে চাইলেন নির্নিমেষ
একদা কত ভয় ছিল মনে
একটাই চাওয়া ছিল
সন্তানের মরা মুখ যেন না হয় কোনদিন দেখতে।
বিধাতা মঞ্জুর করেছেন আর্জি
কৃতজ্ঞতায় নত হয়ে আসে মাথা।
বয়সের থাবা এখন কন্যার মুখেও স্পষ্ট
কন্যাকে কি করে দেবেন আর সাহারা
তার চেয়ে ভালো
সাঙ্গ হোক এবার সকল আয়োজন
নিঃশব্দে থেমে গেলো বৃদ্ধার জীবন স্পন্দন।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধবদলে গেছে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধঈদ আসে -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে