সিংড়ায় ২ ভাগ কাজ না হতেই ৩০ লক্ষ টাকার বিল উত্তোলন

0
188

২ ভাগ কাজ শেষ না হতেই ৩০ লক্ষ টাকার বিল উত্তোলন

রাজু আহমেদ নাটোর কণ্ঠ, সিংড়া: নাটোরের সিংড়ায় সংশ্লিষ্ট ঠিকাদারের অবহেলায় দু বছর থেকে বন্ধ রয়েছে চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া – সারদানগর সাবমার্সিবুল রাস্তার কাজ।
২ ভাগ কাজ শেষ না হতেই নির্বাহী প্রকৌশলী, নাটোর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান কে ৩০ লক্ষ টাকার বিল প্রদান করা হয়েছে। উপরন্তু রাস্তার কিছু অংশে গাইড ওয়াল নির্মানের জন্য শ্রমিকদের টাকা ও পরিশোধ না করে লাপাত্তা নাটোরের ঠিকাদারী ঐ প্রতিষ্ঠান। এ নিয়ে শ্রমিক এবং স্থানীয়দের মধ্য ক্ষোভ বিরাজ করছে।

চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা ও হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পরশ তৌফিক জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রচেষ্টায় রাস্তাটি অনুমোদন পাওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। কিন্তু রাস্তাটির কাজ বন্ধ থাকায় সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা জনপ্রতিনিধি হিসেবে জনগনের নিকট দায়বদ্ধ। দ্রুত রাস্তাটির নির্মান কাজ শেষ করা প্রয়োজন। এতে এলাকার সর্বস্তরের মানুষ উপকৃত হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল উদ্ধার, অবমুক্ত
পরবর্তী নিবন্ধনাটোরে পরিবহন শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ মেয়র জলির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে