সিংড়া বিলহাতী কলেজের প্রভাষক বজলুর রশিদের বিদায়ী সম্মাননা

0
279

বিলহাতী অনার্স কলেজের প্রভাষক বজলুর রশিদ স্যারের বিদায়ী সম্মাননা স্মারক প্রদান।

মোঃ মামুন অর রশিদ, সিংড়া:
“বিদায় ” শব্দটা অনেক কঠিন হলেও চাকুরী জীবনে সবাইকে একদিন বিদায় নিতে হয়।
কবি বলেছেন-

যেতে দিতে নাহি চায় মন,
তবুও যেতে দিতে হয়।

সিংড়া উপজেলার ০৭ নং লালোর ইউপির ডাঙ্গাপাড়ায় অবস্থিত বিলহালতী ত্রিমোহনী অনার্স কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জনাব
মোঃ বজলুর রশিদ স্যারের বিদায় সম্মাননা অনুষ্ঠান
বৃহস্পতিবার বেলা১১ঃ০০ ঘটিকায় অএ কলেজের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব,মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে এ বিদায়ী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,
বিলহালতী এিমোহনী অনার্স কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব,
মোঃ মকছেদ আলী প্রামানিক।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ গোলাম সরওয়ার।
পদার্থবিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শামসুল আলম জোয়ার্দার।
ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক জনাব,
মোঃ বেলালউজ্জামান।
প্রদর্শক জীববিদ্যা বিভাগের প্রভাষক জনাব
মোঃ সমশের আলী।
সহ অএ কলেজের সকল প্রভাষক মোঃ বজলুর রশিদ স্যারের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে তাকে হারানো ও তার গুনগ্রাহী সহ অনেক বিদায়ী স্মৃতিচারন কবিতা আবৃতি করেন।
তিনি প্রভাষক থাকাকালীন অএ কলেজের প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত সকল দায়-দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে যত্ন সহকারে পালন করেছেন।
অনেক প্রভাষক তার ভালবাসায় এতটাই সিক্ত ছিলেন যে, শিক্ষক, কর্মচারী সবাই
তার বিদায় বেলায় অঝর নয়নে অশ্রু ঝরিয়েছেন।
তার বিদায়বেলায় কলেজের সকল প্রভাষক তাকে বিদায়ী সম্মাননা ও কল্যানফান্ডের চেক প্রদানের
মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে দ্বীন শিক্ষায় দ্যুতি ছড়াচ্ছে ফুলবাড়ি মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসা
পরবর্তী নিবন্ধনাটোরে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পথ-ঘাট! 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে