সিংড়ার বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
276

সিংড়ার বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিংড়া, নাটোর কণ্ঠ:
স্বাস্থ্যবিধি মেনে নাটোরের সিংড়ার বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২০০০ সালের ২৬ এপ্রিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়।

বর্তমানে সারাদেশের ১৩ হাজার ৭৪৩টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।
স্থানীয় সেবাগ্রহীতা সিজি কমিটির সদস্যগণের উপস্থিতিতে চলমান মহামারি করোনা ভাইরাস বিষয় আলোচনাসহ ক্লিনিকের সেবা বিষয় সকলকে অবহিত করা হয়। করোনা ভাইরাস হতে বাঁচতে স্বাস্থ্যবিধির উপর ও মাস্ক ব্যবহারের সুফল বিষয় বিস্তার আলোচনা করেন উক্ত ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মোছা: আফসানা খাতুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিজি কমিটির সভাপতি মো. জব্বার সরকার, মো: জালাল উদ্দিন সরদার (বীর মুক্তিযোদ্ধা) আহবায়ক সিএসজি, জমিদাতাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে হরিজন কারা ? কেমন-ই-বা আছে তারা ?
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে কিশোরীর শ্লীলতাহানি- সালিশে মীমাংসার চেষ্টা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে