সিংড়ায় ৫টি লক্ষীপেঁচার ছানা উদ্ধার

0
235

সিংড়ায় ৫টি ল²ী পেঁচার ছানা উদ্ধার

সিংড়া, নাটোর কণ্ঠ:
নাটোরের সিংড়ায় নিশাচর পাখি ল²ী পেঁচার ৫টি ছানা উদ্ধার হয়েছে। রোববার বিকেলে শহরের মাদারীপুর এলাকার একটি বাড়ি থেকে ছানাগুলো উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে ছানাগুলোকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং সিংড়া উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে।

এসময় উদ্ধারস্থলে উপজেলা প্রশাসন ও পরিবেশ কর্মীদের পক্ষ থেকে বন্যপ্রাণী ও পাখি শিকার রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রকিবুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও (বিবিসিএফ)’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসান ইমাম প্রমূখ।

তিনি আরো জানান, বর্তমানে ছানাগুলোকে পরিবেশ কর্মী হাসান ইমাম এর তত্ত¡াবধানে সেবাযতœ করা হচ্ছে। এবং দ্রুতই রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল বাসের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়া জামনগরে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে