সিংড়া পৌরসভার মানবিক সহায়তা তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ

0
309
tran

 সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া পৌর সভার মানবিক সহায়তা তহবিল থেকে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। চলমান মহামারি করোনা ভাইরাস দুর্যোগের কারনে সিংড়া পৌরসভার খেটে খাওয়া, মেহনতি কর্মহীন মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার মানবিক সহায়তা তহবিলে দেয়া আর্থিক সহযোগিতা থেকে খাদ্যসামগ্রী ক্রয় করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার ও আজ শনিবার ২দিনে পৌর শহরের ১২, ৯ ও ৫নং ওয়ার্ডে মোট ১২১৮টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্যসামগ্রী পৌছে দেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,লবণ ও সয়াবিন তেল। এসময় পৌর মেয়র বলেন, যাঁরা এসকল মানুষের তরে এগিয়ে এসেছেন পৌরবাসীর পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতায় সিংড়া পৌরসভার মানবিক সহায়তা তহবিলে মোট অর্থ জমা হয় ৯ লক্ষ ৩ হাজার ৯৫ টাকা,খাদ্যসামগ্রী কেনা বাবদ মোট ব্যয়: ১২ লক্ষ ৬৩ হাজার ৯৭৫ টাকা। বর্তমানে পৌরসভার মানবিক সহায়তা তহবিলে ঘাটতি আছে ৩ লক্ষ ৬০ হাজার ৮৮০ টাকা। মেয়র আরও বলেন,আমার ফেসবুক পেইজে খাদ্য সামগ্রী ক্রয় ও আয়-ব্যয়ের একটি হিসাব দিয়েছি। যাতে সকলের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকে। আমাদের মানবিক সহায়তা কার্যক্রম চলমান আছে আপনিও সহায়তা করতে পারেন নিম্নোক্ত বিকাশ অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমেঃ বিকাশ নং- ০১৮৫১০০২২২২ সিংড়া পৌরসভা কোভিড-১৯ মোকাবেলা মানবিক সহায়তা তহবিল হিসাব নংঃ ৩৭৩১০২০০০১১২৭ রুপালী ব্যাংক,সিংড়া শাখা, নাটোর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুর কৃষি জমিতে পুকুর খনন করায় জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরে ছাদ থেকে পড়ে ডিসি অফিসের অবঃ কর্মচারী মানিক উদ্দিনের মুত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে