“সুজলা সুফলা”- আসাদ জামানের কবিতা

0
264
asadjaman, natore

সুজলা সুফলা
আসাদজামান

সুবাসে মাটির গন্ধ হৃদয় উন্মাদ
মাঠজোড়া সবুজ!
চৈতালি ফসলের কারুকাজ ।
ঝাঁঝালো রোদের পর বৃষ্টিও পশলা
জননী জন্মভূমি সুজলা সুফলা।

পণ করে বসে আছে বেচারা চাষা,
চোখের কোনায় স্বপন, বুকভরা আশা

ভালোবাসে দীঘি, ভালোবাসে জল
আর–
টুপটাপ বৃষ্টির মৃদু কোলাহল।

ফাটেনা মাটি! ফাটে তার বুক
বলেছে কবিরাজ বৈদ্য ;
তার নাকি ঘ্রাণের অসুখ!
কাদাজল বিনে তার জন্মেনা ভালোবাসা ;
যেই কথা সেই কাজ মনে মনে চাষা।
২৬.০১.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“নারীর স্তন:”- জাকির তালুকদার
পরবর্তী নিবন্ধ“দিন বদলায় না মাঝি মানুষ বদলায়”- কাজী মোহিনী ইসলামের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে