হারানোর খতিয়ান -সুজিত চট্টোপাধ্যায়‘এর কবিতা

0
100

হারানোর খতিয়ান

সুজিত চট্টোপাধ্যায়

শুধু হারিয়েছি সেই ছোটবেলা থেকেই;
পা উপরে তুলে শূন্যে ঝুলিয়ে
পিঠে দাইমায়ের হাতের মৃদু চাপড় ,
আমার প্রথম কান্না,
হারিয়েছি মাতৃদুগ্ধের স্বাদ,
হারিয়েছি শৈশবের আদরের গন্ধ
কৈশোরের রয়েল মার্বেল গুলি,
কাগজের নৌকাগুলো সেই যে ভেসে গেলো;
আর ফিরে আসেনি।
হারিয়েছি যৌবনে দেখা ভোরের সুখস্বপ্ন
আনমনা সুমনাকে নিয়ে দেখা স্বপ্নসুখ,
অয়ন্তিকার বাসস্টপে অপেক্ষমাণ
উৎকণ্ঠিত মুখ।
হারিয়েছি জীবন থেকে পাওয়া
যতো শংসাপত্র
অগোছালো ফেলে রাখা
জীবনের সব ঠিক ভুল।
হারিয়েছি কিডনী, যকৃৎ, দাঁত,
ফুসফুস, ডানচোখের দৃষ্টি।
হারাই নি শুধু ভালোবাসা
ঐ ভালোবাসাই শুধু আমারই সৃষ্টি ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধব্ল্যাকহোল -কন্ঠযোদ্ধা নুর মোহাম্মদ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপবিত্র আশুরার তাৎপর্য আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে