হারানো দিন -শাহাদাত হোসেন‘এর কবিতা

0
252
Shahadat Hossain

হারানো দিন

শাহাদাত হোসেন

বিস্তীর্ণ সবুজ অরণ্যের বীথি ছায়া
যেখানে হারিয়ে যেতো দুটো মন দুজনাতে।
-সেই সবুজ ঘাসের নরম গালিচা হতে,
নগরীর দামি হোটেলের আলো আধাঁরের খেলাতে-
সে ছিলো আমার সাথে হাতে হাত রেখে।
দূর সমুদ্রের সুউচ্চ উর্মির সামনে দাঁড়িয়ে,
একমুঠো মিষ্টি বাতাস এনে ছুড়ে দিতো আমার মুখাবয়বে।
রাখালের সাথে বাঁশি
-আর ডুমুরের পাতার ফাঁকে
টুনটুনির বাসায় দুরন্ত বালকের যে নেশা,
সে’ নেশা ছিলো আমারও তার সাথে বন্ধুর পথে।
জোৎস্নার রাতে সমুদ্র তটে,
চাঁদ এসে ঢলে পড়তো পাহাড়ের ঢালে,
সে’ মাধবীরাতে বসুন্ধরা ধরা দিতো অপরূপ সাজে,
-সে’ মধুরাতে সে-ও ছিলো আমার সাথে সোহাগের ছলে,
আবার পূর্ণিমার রাতে চাঁদ যখন চুমু খেতো যমুনার বুকে,
সে’ রাতে সে ছিলো আমার সাথে আস্হার সাথে।
হেমন্তের পাকা আমনের ছড়ায় ছড়ায় মাকড়সার বুনা জালে-
ভোরের শিশির মুক্তোর মতো জ্বলজ্বল করে,
সে’ সকালে সে ছিলো আমার সাথে সোনার আলো মুঠো ভরে।
শীতের বিকেলে শুকনো পাতার স্তূপে
পাশাপাশি দু’জনে- ভালোবাসার চাঁদরে জড়িয়ে।
বসন্ত ফাগুনের উতলা বাতাসে-
ফুলেফুলে ঢাকা আমার আঙিনায়,
মৌমাছি মিশে যেতো পুষ্পদলে,
সারা বাড়ি বীথি তরু
ভরে যেতো মন মাতানো গন্ধে,
সে’ বসন্তে সে-ও ছিলো আমার সাথে নব উদ্যোমে।
ফাগুনের রাতে আমের মুকুলের মাতাল করা গন্ধে,
নিদহীন চোখে রাতজেগে কথা হতো তার সাথে নিভৃত ক্ষণে।
বৃষ্টিভেজা শ্রাবণ দিনে উচ্ছ্বল
তরঙ্গের সদ্যস্নাত দেহবল্লরীর অপরূপ রূপে,
হেঁটে যেতো নূপুরের ছন্দে
আমার আঙিনার সবুজ ঘাসে,
পায়রা রাঙা পা দুখানি ফেলিয়ে।
হঠাৎ একদিন মনভাঙা- ঝড়ে, হারিয়ে গেল সেই প্রেম…
আজ অবেলায় মনে পড়ে তোমাদের দেখে,
-আমারও প্রেম ছিলো হারানো সেই দিনে।

Advertisement
উৎসShahadat Hossain
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জহির’এর ১০ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধভালোবাসার কুহক -গোলাম কবির‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে