হায়! প্রতিক্ষা! – দেবাশীষ সরকার এর কবিতা

0
267
Debashish Sarker
হায়! প্রতিক্ষা! – দেবাশীষ সরকার
হৃদয়ের সুবিধাজনক অবস্থানে তুলনা চলে, খোঁজ মেল হাজার বছরের বয়সি সভ্যতার।
শুরুর আগেই নষ্ট হয় চেতনারা, কেঁদে ফিরে যায় প্রতিজ্ঞারা।
নুতন প্রিয়ার উর্বর যৌবন রস ঢেলে দেয় কবিতার পরতে পরতে, শরীরী ভাষা আরো প্রখর হয় নাকি শৈল্পিক মুর্চ্ছনায়।
ওদিকে তখন বাড়ন্ত সেবার চ্যালেন্জ “কাজেই” আর “শুধু তাই নয়” যাতাকলে পিস্ট।
তবু সমান উদ্দামে চলে কবিতা পাঠের আসর, শ্রষ্টত্বের পুরষ্কারের বণ্যায় ভেসে যায় উৎসব সুরের মুর্চ্ছনায়।
বুদ্ধিজীবী আর জ্ঞ্যানীর গর্বে ফুলে উঠা বুকে দাম্ভিক আনন্দ, কিছু করতে পারার পরিতৃপ্ত ঢেকুর,,, আহ শান্তি কি শান্তি চারেদিকে
একটু অবসর, একটু রোদের স্নান, একটু সবুজ, একটু ছায়ায় অবগাহন, একটু অবজ্ঞা, একটু নির্জনতা, একমুঠো একাকীত্ত্ব, খালি মাচায় চিৎ হয়ে শুয়ে আকাশ দেখার সুখ, সন্ধ্যার খোলা মাঠের হালকা হাওয়া আর একটু ভালোবাসার জন্য প্রতিক্ষার প্রহর আর শেষ হয় না, হয়তো চিরকালের জন্য পূর্ণ অবসরই দেবে আমায় সবকিছু,,,,কিন্তু জ্ঞান…!
দেবাশীষ সরকার
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর হাসপাতালে রোগীর দীর্ঘ লাইন,নেই সচেতনতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে মৌখাড়া বাজারে ভয়াবহ আগুন , কোটি টাকার ক্ষতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে