“চিঠি অজানা ঠিকানায়” -ফারহানা খাতুনের কবিতা

0
456
ফারহানা নাটোরকন্ঠ

“চিঠি অজানা ঠিকানায়”
_______@ফারহানা খাতুন

প্রেমেরই খামে,তোমারই নামে
পাঠালাম চিঠি আজ,
আমারই তুমি,তোমারই আমি
অচেনা কাব্যরাজ।

এ নিশি ক্ষণে,বুকের গহিনে
তোমার যাওয়া আসা,
তোমাকে নিয়ে,স্বপ্ন যাই ছুঁয়ে
বাঁধি সুখের বাসা।

আসবে কোন কালে,আমারই দ্বারে
বলবো ভালোবাসি,
দু’হাত বাড়িয়ে,নেবো জড়িয়ে
রইবো পাশাপাশি।

সেই এলোচুলে,মনেরই ভুলে
হারাবো আমার মন,
মায়াবী চোখে,মনেরই সুখে
হারাবো আজীবন।

প্রেমেরই পথে,তোমারই সাথে
হাটবো সারাবেলা,
মনেরই মায়ায়,পরাবো তোমায়
শিউলি ফুলের মালা।

রাগ অভিমান,যদি করো জান
ভাঙ্গাবো আদরে,
বুকেরই মাঝে,সকাল সাঁঝে
বাঁধবো মায়া ডোরে।

তুমি তোমার মন,সারাটা জীবন
বেঁধো আমার মনে,
এ ময়না পাখি,তোমারই সখি
ভুলনা জীবনে।

হতে চাই শুধু,তোমারই বধূ
দূরে থেকো না আর,
বউ বলে ডেকে,চেয়ে অপলকে
ভালোবেসো বারবার।

যদি আসে ঝড়,হইও না গো পর
বুকেই থেকো প্রিয়,
আমারই বুকের উষ্ণ তিলে
নিঃশ্বাস ছুঁয়ে দিও।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আর কোনদিন আসবেনা বলে” কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“অনুভূতিতে মুক্তিযুদ্ধ” – পলি শাহীনা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে