নাটোরে ১ জুন শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

0
179

নাটোর কন্ঠ : নাটোরে ২ লক্ষ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।আগামী ১ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা থেকে এ ঘোষণা দেয়া হয়।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে নাটোরে কর্মরত জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন-জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান।ক্যাম্পেইনের নানা বিষয় নিয়ে সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. মো. রাসেল।

জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান জানান, “আগামী ১ জুন অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ১৩৮৮ টি কেন্দ্রে মোট ২ লক্ষ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।

সেখানে ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

নাটোর পৌরসভাসহ ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে একযোগে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।নির্ধারিত কেন্দ্র ছাড়াও রেলস্টেশন, হরিশপুর বাস স্ট্যান্ড ও ভবানিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ক্যাপসুল খাওয়ানো হবে।”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর-৪ আসনের এমপির বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধপ্রার্থীদের পোস্টার নেই কোথাও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে