লালপুর সড়কে অবৈধ স্থাপনা উ.চ্ছে.দ

0
90

নাটোর কন্ঠ : নাটোরের লালপুরে সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবির পরিপ্রেক্ষিতে যানজট মুক্ত করতে সড়কের পাশে সব অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে লালপুর ত্রিমোহনী ও লালপুর বাজারে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এঅভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় কিছু ব্যবসায়ী সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল তারা। প্রশাসনের নাকের ডগায় এমন অনিয়ম করলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

স্থানীয় ও পথচারীদের চাপের মুখে পড়ে বেশ কয়েকবার লোক দেখানো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে ব্যবসায়ীরা আবারও ভাসমান দোকানগুলো তৈরি করে।

এসময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ, ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান প্রমূখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিভিল সার্জনদের ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা অর্পণের দাবি
পরবর্তী নিবন্ধনাটোরে ভারি বর্ষণে রেললাইনে মাটি ধস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে