প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব- হুমকি : অভিযুক্তদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0
104

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে মাদ্রাসা শিক্ষক ও সহযোগিদের কতৃক কু প্রস্তাব- রাজি না হওয়ায় প্রাননাশের হুমকি ও মিথ্যা সংবাদ প্রচার করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর স্ত্রী মোছাঃ সাবেরা ইয়াসমিন।

২৬ আগষ্ট২০২৪( রবিবার) প্রবাসীর স্ত্রী মোছাঃ সাবেরা বেগম, বড়াইগ্রাম উপজেলার বাটরা,গোপালপুরে তার প্রবাসী স্বামী মোঃ রেজাউল করিমের পৈত্রিক বসতবাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে,

উক্ত সংবাদ সম্মেলনে সাংবাদিক সহ এলাকর প্রধান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় একই এলাকার মাদ্রাসা শিক্ষক ১-মোঃ ইউনুস আলী পিতা-মৃত হাকিম উদ্দিন,

২-মোঃ তোফাজ্জল হোসেন, পিতা-মোঃ সোহরাব হোসেন সহ আরও কয়েকজন মাঝে মধ্যেই তাকে কু- প্রস্তাব ও অশ্লীল অঙ্গ ভঙ্গি করে চলতো,তাদের কু প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারপিট করতে আসে এরই ধারাবাহিকতায় গত ১৯-০৭-২০২৪ শুক্রবার

আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকায় আমার স্বামীর বসতভিটায় এসে আমাকে মাদ্রাসা শিক্ষক মোঃ ইউনুস আলী হুমকি দিয়ে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক না করলে প্রানে মেরে ফেলবে, তারা আমার কাছে একলক্ষ টাকা চাদা দাবি করে।

সাবেরা ইয়াসমিন আরও অভিযোগ করে বলেন তিনি নাটোর শহরে একটি বিউটি পার্লার নিয়ে কাজ করেন, অভিযুক্ত ব্যাক্তিগন তার প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আশে পাশের লোকজনদের কাছে আমার নামে

মিথ্যা বদনাম করে এবং দৈনিক সানশাইন পত্রিকায় আমার নামে মিথ্যা ও বানোয়াট নিউজ করেন।যা ভিত্তিহীন। সাবেরা বেগম বলেন আমি গত ২১-০৭-২০২৪ তারিখে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করি

কিন্তু থানা কতৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় গত, ০৭-০৮-২০২৪ ইং তারিখে আদালতে একটি মামলা করি। প্রবাসীর স্ত্রী বলেন আমার ছোট সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি বাংলাদেশ সরকারে কাছে আমার ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

সাবেরা ইয়াসমিনের শ্বাশুড়ি সংবাদ সম্মেলনে বলেন আমার পুত্রবধূর প্রতি আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট, বরং অভিযুক্ত ব্যাক্তিগন আমার পুত্রবধূর সাথে কৌশলে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ভয়ভীতি দেখাচ্ছে

আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করছি।উক্ত সংবাদ সম্মেলনে গ্রামের প্রধান মোঃ মজিররউদ্দীন ও মোঃ টিপু বলেন অভিযুক্ত ব্যাক্তিগন অসৎ প্রকৃতির, সাবেরা ইয়াসমিনের প্রতি আনিত অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি শিমুলসহ ১৩৭ জনের বিরুদ্ধে হ.ত্যা মামলা
পরবর্তী নিবন্ধনাটোরে দুইজনের যাবজ্জীবন ধ.র্ষ.ণ ও হ.ত্যা মামলায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে