Home গুরুত্বপূর্ণ যৌথ অভিযানে অ.স্ত্রসহ তিনজন আটক

যৌথ অভিযানে অ.স্ত্রসহ তিনজন আটক

0
যৌথ অভিযানে অ.স্ত্রসহ তিনজন আটক

নাটোর কন্ঠ : যৌথ অভিযানে নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমুরে বাড়ি থেকে তিন টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড রাউন্ড শট গানের তাজা বারুদ , ৩ রাউন্ড খালি খোসা,৪ টি অস্ত্রের স্কোপ, তিনটি অস্ত্রের বাট, ১টি গুলতি উদ্ধার করা হয়।

রবিবার ৮ সেপ্টেম্বর শহরের নিচাবাজার মাসুমের বাড়ি থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। এসময় মাসুম কমিসনারের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ, সাবেক ভাইস চেয়ারম্যান সুমনের স্ত্রী খন্দকার শাস জেসমিন সবুজ কে গ্রেফতার করে যৌথবাহিনী।

পরে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সুমন থানায় আত্নসমর্পণ করেন। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আসামীদের নাটোর সদর থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। সদর থানার ওসি তদন্ত জানান, জিজ্ঞাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here