ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মানদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার অবৈধ দোয়ারি, কারেন্ট ও বাদাই জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পযন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন বলেন, “আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামে, তাদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।’’