Home শিল্প ও সাহিত্য রিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা

রিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা

0
রিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা

রিচিতো ধানসিড়ি

টি এম মিলজার হোসেন

এ ব্রহ্মাণ্ডে মনুষ্য প্রাণীর রাজ্যে
মানুষ নিশ্চিত নিষ্ঠুর নির্বাসিত,
থাকছেই হয়তো বিশাল মুক্ত আকাশ!
সেও দূষিত বিষেই বিষাক্ত জানাই বাহুল্য,
সুপ্রানের?
নিপাট একা নরকলোক বাস এ ব্রহ্মাণ্ডে,
মানুষের ন্যূনতম মূল্যে অনর্থক চেষ্টা,
চেষ্টার জন্যই নয় চেষ্টা,
মানুষ মূলত ফেঁসে গেছে মনুষ্য প্রাণীর হিংস্রতায়,
স্বস্তির চেষ্টা নয়, এ বাচাঁর চেষ্টা নয়,
মানুষের এ যেন মুক্তির চেষ্টা।

এরই মাঝে
ধুলোর পৃথিবীতে তোমায় স্বাগতম,
আগমনে অনর্থক কিন্তু নিশ্চিত লড়াইয়ের পরেও,
জীবন হোক সুন্দর ও মানুষের,
এতো কিছুর পরেও
ভালো থাকা হয় যেন,
ভালো থেকো ভালো রেখো।
পৃথিবীর সকল প্রাণীই সুখীই নাহয় হোক,
তৃপ্ত হোক
রচিত শান্তি রিচিতো ধানসিড়িরও হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here