Home আইন আদালত নাটোর জর্জ কোর্টে নব নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলীদেন দ্বায়িত্ব গ্রহন

নাটোর জর্জ কোর্টে নব নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলীদেন দ্বায়িত্ব গ্রহন

0
নাটোর জর্জ কোর্টে নব নিয়োগ প্রাপ্ত সরকারি কৌশুলীদেন দ্বায়িত্ব গ্রহন

নাটোর কন্ঠ : নাটোরে জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবীরা দ্বায়িত্ব গ্রহন করেছেন। দ্বায়িত্ব পাওয়া এসব বিজ্ঞ আইনজীবী দের, রবিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মাছুদুর রহমান।

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (জিপি-পিপি শাখা) উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত তালিকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানো হয়েছে। ২৪ অক্টোবর স্বাক্ষরিত এই তালিকায় সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবুল কালাম আজাদ চৌধুরীকে। এর আগেও তিনি একই পদে নিয়োগ পেয়েছিলেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রুহুল আমীন তালুকদার টগর। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাই।

এর আগে বিএনপি আমলে তিনি একই দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কাদের মিয়া। তিনি আইনজীবী ফোরামের সদস্য। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনিও পিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালিকায় অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আলী আজগর খান। তাঁর ছেলে আইনজীবী রোকনুজ্জামান খানও অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া অতিরিক্ত পিপি হিসেবে ১৪ জন, এজিপি হিসেবে ১৩ জন, এপিপি হিসেবে ২৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here