“নারীর চোখে বিশ্বকে দেখা সম্ভব কি? -নাহ!”- শামীমা নারসিন লিপি

0
431
lipy

“নারীর চোখে বিশ্বকে দেখা সম্ভব কি? -নাহ!”- শামীমা নারসিন লিপি

একজন পুরুষের পক্ষে নারীর চোখে বিশ্ব দেখা সম্ভব নয়। প্রকৃতি তাকে সেই অনুগ্রহ করেনি।পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো সদ্যজাত সন্তানের মুখের দিকে তার মায়ের তাকিয়ে থাকার দৃশ্য।যে গর্ব,যে ভালোবাসা,যে হাসি তখন তার মুখে ভেসে ওঠে তার সৃষ্টি অন্য ভূবনে।নয় মাস গর্ভ ধারণ এবং প্রসবকালীন যে যন্ত্রণা একজন নারী সহ্য করে সেটি কোন পুরুষের পক্ষে সম্ভব নয়। নারী কিংবা পুরুষ হবার আগে একজন মানুষকে আগে মানুষ হওয়া চাই।বর্তমান পৃথিবীতে ক্ষমতা আর টাকার কাছে নারী -পুরুষের আসল চেহারা সমান।নারীর উন্নয়নের পথে পুরুষের ওঅনেক অবদান থাকে। পুরুষ থেকে নারীকে আলাদ চিন্তা করতে শিখিয়ে কোনদিন সুস্থ-সুশৃঙ্খল পৃথিবী সম্ভব নয়। শুধু কি সমাজে নারীরাই অসহায়?সমাজে অনেক পুরুষ আছে তারাও কোন না কোনভাবে নির্যাতিত হয়ে থাকে।এজন্যই সবার আগে মানুষ হওয়া দরকার। আন্তর্জাতিক নারী দিবস—৮মার্চ ————————————————————————– ১৮৫৭ খ্রিস্টাব্দের ৮ মার্চ আমেরিকার নিউইয়র্ক শহরে একটি সূচ কারখানার মহিলা শ্রমিক গণ কারখানার মানবেতর পরিবেশ, অসম মজুরী ও ১২ ঘন্টা কর্মদিবসের তীব্র প্রতিবাদ জানায়। সেদিন তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে রাস্তা প্রদক্ষিণ করতে থাকলে পুলিশ তাদের ওপর নির্যাতন চালায়,বন্দী করে অনেক কেই।এই স্বরণে তারা১৮৬০ সালের মার্চে একত্রিত হয়ে মহিলা শ্রমিক ইউনিয়ন গঠন করে।তাদের আআন্দোলনের মাধ্যমে ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেন হেগেনে ২য় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।এই সম্মেলনে জার্মানের মহিলা নেত্রী “ব্লারা জেটকিন” ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। নারীর ভাগ্য উন্নয়নের জন্য বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ ও সক্রিয়।এর জন্য সরকারের সু-নির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচী রয়েছে।চাকরিতে মহিলাদের জন্য রয়েছে বিশেষ কোটা পদ্ধতি।দেশে নারীর ক্ষমতায়ন সরকারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষ্য।তবুও নারীরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ পিছিয়ে রয়েছে।তাই বাংলাদেশে নারী দিবস পালন বিশেষ তাৎপর্য বহণ করে। বাংলাদেশে প্রথম নারী দিবস পালন করা হয়১৯৭১ খ্রিস্টাব্দের ৮মার্চে। এরপর থেকে নারীদের সম্মান জানিয়ে প্রতিবছর এদিবসটি পালন করে আসছে বাংলাদেশ। যুগে যুগে, কালে-কালে জয় হোক নারী জাতীর। জয় হোক মানবতার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনারীদের হাত খরচ নিয়ে এ সমাজ উদাসীন’,- কামরুল হাসান কামু
পরবর্তী নিবন্ধ“নিয়মের ফসলের তৃষ্ণার্ত চাষী”- ওয়াহিদ জালালের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে