“কয়লা দহন”- আসাদজামানের কবিতা

0
398
asadjaman, natore

কয়লা দহন
আসাদজামান

এখন শুধু ধুলো ওড়ে, আগে উড়তো ছাই
পাল্টেছে যুগ; ইচ্ছে করে, শৈশবে ফিরে যাই।

পুরোনো সে ভালো, কাদামাটি ধুলো ;
হারানো সেই দিন-
লাকড়ির কাছে গ্যাসের চুলোর,খতিয়ান ভরা ঋণ।

জমানো ভষ্ম, কাঠকয়লা লাকড়ি পুড়ে পুড়ে
এখন সে দহন–
দেখা মেলে শুধু বুকের গহীন জুড়ে।

০৮.০৩.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“দিন”- কামাল খাঁ,’র ছড়া
পরবর্তী নিবন্ধ” আপন -পর” সৈয়দ আনোয়ার সাদাৎ-এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে