“বদলায় ভরসার হাত, ভরসার কাঁদ”- কাজী আতীকের কবিতা

0
886

বদলায় ভরসার হাত, ভরসার কাঁদ/
কাজী আতীক।

এখোনই কি এসে গেলো সময়
কারো কাঁদে হাত রেখে দাড়াবো
কারো কাঁদে মাথা রেখে আদরে সোহাগে
সেই চোখে চোখ রেখে ভরসা খুঁজবো।

ঠিক- একদা যেমন
দুটো দুটো হাত সারা বেলা সারাক্ষণ
আমাকে আগলে রেখেছিলো
সেই ভরসার হাতগুলো
বহুদিন, বহুদিন তবুও স্মৃতিতে অম্লান আজো,

অতঃপর কেউ হাত ধরেছিলো
সেই দুটো হাত আর নিজ হাত দুটো
মিলে মিশে হয়েছিলো ভরসা যাদের
আত্মজা আত্মজ আমাদের,
এখোনই বাড়িয়ে রেখেছে তাদের ভরসার কাঁদ
হতে পারে অচিরেই সে কাঁদে ভর দিতে হলো।

আর এভাবেই জীবনের যতোসব অমোঘ আবর্ত
জীবন চক্রে- বদলায় নিয়ামক, বদলায় নিমিত্ত।

(নিউ ইয়র্ক, ৯ মার্চ ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ” আপন -পর” সৈয়দ আনোয়ার সাদাৎ-এর কবিতা
পরবর্তী নিবন্ধ“পরিশুদ্ধ”- রেজাউল করিম রেজার কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে