সামান্য -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
843
Shahina Ronju

সামান্য

কবি শাহিনা খাতুন

দূরে আর কাছে ফজর নামাজের
আজানের ধ্বনি শুনা যায়
ঘুম ভেঙে যায়
প্রত্যহ কাজের তালিকা
এসে ভীড় করে চিন্তায়।
চারিদিকে লকডাউন
এসব নতুন শব্দ পরিচিত এখন
ঋণ পরিশোধের ক্ষণ।
মায়ের কাছে জন্মের ঋণ
যে দরিদ্র নারী অল্প টাকায় সেবা করে যায়
তার কাছে জমা রয়েছে আমার
বহু জনমের ঋণ।
যে প্রতিবেশী পরম আত্মীয়
দেখা হলে হবে কুশল বিনিময়
তার কাছেও ঋণের বোঝা
বেড়ে যায় দিন দিন।
প্রতিদিন দেখা পুরাতন মুখে
নতুন চিন্তা রেখা
সকলেই এখন বাকরুদ্ধ
কি করে কইগো কথা।
কথায় কথায় সীমা লংঘন
করে চলি অবিরাম
এখন কেমনে বাঁচাবো জীবন
নতুন এ সংগ্রাম।
ভাবছো হয়তো সামান্য নারী
কী বলে এসব? তার কর্ম নয়
কিন্তু কী করে বুঝাই অবুঝ মনেরে
যেন এসবই এখন আমার কর্ম
হয়ে গেছে নিশ্চয়ই।

১০/৪/২০২০
মিরপুর -২

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে প্রয়োজন ছাড়া বের হবেন না-পুলিশের বিশেষ টহল
পরবর্তী নিবন্ধগুরু আর গোসাই -বুলবুল আহমেদ‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে