Home Blog Page 2

লালপুরে মাইক্রো বাস চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নি.হ.ত

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ইমা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থী মাইক্রো চাপায় নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত ইমা উপজেলার ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, “স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী থেকে লালপুর গামী একটি মাইক্রোবাস এক শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী মারা যায়। এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের আর্থিক অনুদান প্রদান

নাটোর কন্ঠ : নাটোরে আজ বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদদের পরিবারকে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ শনিবার ১৯ অক্টোবর ২০২৪ বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান সংশ্লিষ্টদের কাছে এসব অনুদান হস্তান্তর করেন।

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির যুগ্ম-সম্পাদক ও মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কল্যাণ প্রসাদ পাল-

সাংবাদিক হালিম খান, নাটোর জেলা সমিতির সহ-সভাপতি মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবেদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিশির আহমেদ প্রমুখ।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির আজীবন সদস্য ফারাজী আহম্মদ রফিক বাবন এ অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তিনজনের পরিবার এবং গুরুতর আহত ১৩ জনকে মোট দুইলাখ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ জেলার ৩০ জন কৃষককে দেড়লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

মা ইলিশ রক্ষায় অভিযান : লালপুরে পদ্মায় ৩ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মানদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার অবৈধ দোয়ারি, কারেন্ট ও বাদাই জাল জব্দ করা হয়েছে।

শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পযন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম নাজিম উদ্দিন বলেন, “আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় যদি কোনো অসাধু মৎস্যজীবী মাছ ধরতে নামে, তাদের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরও কঠোর অবস্থান গ্রহণ করবে।’’

ইশা’আতুল কুরআন ফাউন্ডেশনের জেলা কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরে লালপুরে ইশা’আতুল কুরআন ফাউন্ডেশনের বাংলাদেশ নাটোর জেলা বাছাইপর্ব ৬ষ্টতম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনেরআয়োজনে ইশা’আতুল কুরআন বাংলাদেশ ও জামিয়া নিজামিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার ১ দিনব্যাপী স্থানীয় মাদ্রাসার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন প্রতিযোগিতায় নাটোর জেলা থেকে বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআনের ছাত্ররা তেলাওয়াত অংশ নেন।

জামিয়া নিজামিয়া দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ জহুরুল ইসলামের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন ইশা’আতুল ফাউন্ডেশনের বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী মাহবুবুর রহমান জিহাদী।

এই প্রতিযোগিতায় ৫ পারা প্রথম স্থান অধিকার করে, নিজামিয়া দারুল কুরআন মাদ্রাসার ছাত্র মোঃ জুনাইদ আহম্মেদ ও ১০ পারা প্রথম স্থান অধিকার করেন পাবনা জামিয়া নূরিয়া মাদ্রাসার ছাত্র মোঃ এরশাদ কবির।

প্রতিযোগিতায় যথাক্রমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত গ্রুপে ১৫০ জন প্রতিযোগীর অংশগ্রহনে এই আয়োজন সম্পন্য হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্ত করেন।

অত্র প্রতিষ্ঠাতা পরিচালক জহুরুল ইসলাম বলেন, আমাদের মাদ্রাসার ছাত্রদের অক্লান্ত প্ররিশ্রমের ফসল হিসাবে তারা প্রথম স্থান অধিকার করছেন। তিনি আরো বলেন এই মাদ্রাসা এতিম, পিতৃহারা, ও দরিদ্র পরিবার এর সন্তানের বিভিন্ন সুযোগে সুবিধা দিয়ে থাকি।

এই মাদ্রাসায় ৭০জন ছাত্র আবাসিকে রয়েছেন, তাদের তিন বেলা খাবার খরচ মেটাতে তিনি হিমশিম খাচ্ছেন, তাদের মাদ্রাসায় ৫ জন শিক্ষক ও ১ জন কর্মচারী রয়েছেন স্থানীয় লোকজন জানান এই মাদ্রাসার শিক্ষকগন দ্বীনি মেহনত করছেন, তাদের দিকে যদি উপর মহল এর সদয় দৃষ্টি পাই তাহলে তারা অনেক দূর এগিয়ে যাবে।

বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে একজন নিহত

নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়নে ওয়ারিসপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে তোরাব আলী খাঁন নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর গ্রামের সোলায়মান আলী খাঁনের ছেলে। এঘটনায় গুরুত্বর আহত রানাকে নামে এক জনকে রামেক এ পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টার দিকে বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ওয়ারিশপুর গ্রামের তোরাব আলীর সাথে প্রতিবেশী রানার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো।

আজ রবিবার সকালে তোরাব তার কলাবাগানে জমে থাকা পানি অপসারণের জন্য নালা কেটে পাশের রানার পুকুরে ফেলার সময় রানা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত তোরাব আলীকে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তোরাবকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় গুরুতর আহত রানা নামে অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ধর্ম যার যার দেশটা সবার -রাজন

আলাউদ্দিন : “হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই আমাদের মধ্যে কোন বিভেদ নাই, ধর্ম যার যার দেশটা সবার। লালপুর-বাগাতিপাড়ার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের উন্নয়নে ও মন্দিরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো। আমরা আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছে, আগামীতেও থাকবে। পূজা মন্ডপে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা”।

শনিবার (১২ অক্টোবর) নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া, চংধুপইল, আড়বাব, দুড়দুড়ীয়া, বিলমাড়ীয়া, লালপুর, ঈশ্বরদী ইউনিয়ন সহ ৭টি ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে লালপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র আহবায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকিম, ওয়ালিয়া বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক

সহ বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও ওয়ালিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার, সাধারণ সম্পাদক আশীষ কুমার সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক, সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষসহ বিভিন্ন বয়সের দর্শনার্থী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।

লালপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃ.ত্যু

আলাউদ্দিন : নাটোরের লালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রতযান এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামে এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১২অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন এলাকায় এঘটনা ঘটে। নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ঢাকা হইতে রংপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যাত্রী চঞ্চল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হোন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ একটি ইউডি মামলা রজু করে সকাল এগারো টার দিকে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছেন।

ডাঃ আওয়ালের ফ্রি মেডিকেল ক্যাম্প লালপুরে অনুষ্ঠিত

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : লালপুরে নিজ এলাকায় ডাঃ আব্দুল আওয়াল এর উদ্যোগে একশতাধিক রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান।

শনিবার (১২ অক্টোবর ) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে হাইপারটেনশন, ডায়াবেটিস বাত ব্যথা, নিউরোলজি, ইউরোলজি, চর্ম যৌন, গ্যাস্ট্রিক আলসার, এজমা শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার চেকআপসহ মেডিসিন বিষয়ে প্রায় একশত অসহায় দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। চিকিৎসা প্রদান করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার মেডিকেল অফিসার হিসাবে কর্মরত ডাঃ আব্দুল আওয়াল। সহকারি হিসাবে ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজে অধ্যয়নরত ফজলে আহমেদ কবির, আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ, নাটোরে অধ্যায়নরত মোঃ আসিফ আলী।

ডাক্তার আব্দুল আওয়াল বলেন, “লালপুরের মানুষের সেবাই হবে আমার প্রথম প্রায়োরিটি। আল্লাহর অশেষ রহমতে আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি এবং এখন এফসিপিএস মেডিসিন ফাইনাল পার্টের ট্রেনিংয়ে আছি আমার নিজ মেডিকেল কলেজ হাসপাতালেই।

ছোটবেলা থেকেই আমার বাবা-মা ও আমার ফ্যামিলির সবার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই এবং মানুষের সেবা করতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন । আমারও ভীষণ ইচ্ছা ছিল যে ডাক্তারি পাস করে আমার এলাকা লালপুরের মানুষের সেবাই হবে আমার প্রথম প্রায়োরিটি।

তাই নিজের স্বল্প জ্ঞানে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে থেকে এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যেতে চাই।’’

মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বি এস আর আই এর ( সাবেক) মহাপরিচালক ড. মোঃ ওমর আলী, লালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন এবং সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়াও ডাক্তার আব্দুল আওয়ালের বাবা আবু তালেব ও চাচা আবু তোরাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য : তিনি নিয়মিত রোগী দেখছেন, প্রতি বৃহস্পতিবার ( সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত) ডক্টরস পয়েন্ট ও ডায়াবেটিস সেন্টার এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে, হাসপাতাল গেট সংলগ্ন, লালপুর নাটোর এছাড়াও প্রতি বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) গোপালপুর মা জেনারেল হাসপাতাল, গোপালপুর বাজার বটতলা সংলগ্ন গোপালপুর, লালপুর, নাটোর।

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে কুরআন ও টুপি বিতারন

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : “যে ব্যক্তি কুরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় সেই তোমাদের মধ্যে সর্বাপেক্ষা শেষ্ঠ” এই হাদীসকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলায় জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে মেধাবি শিক্ষাথীদের কুরআনের ছবক প্রদান এবং কোরআন ও টুপি বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর ) সকালে উপজেলার রামকৃষ্ণপুর শাখায় জেনাস তা’ লিমুল কোরআন মাদ্রসায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জিএসডিও এর চেয়ারম্যান জনাব মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে ও জেনাস তা’ লিমুল কোরআন মাদরাসা ফতেপুর শাখার শিক্ষক মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এস আর আই এর ( সাবেক) মহাপরিচালক ও জিএসডিও এর উপদেষ্টা কৃষি বিজ্ঞানী ড. মোঃ ওমর আলী।

বিশেষ অতিথি ছিলেন, সংস্থার সদস্য সচিব ডা: মো: হাসান আলী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, লালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জনাব আব্দুর রশিদ মাস্টার,জোতগৌরী সর: প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক) সহকারি শিক্ষক

আব্দুল কাদের, জেনাস সোস্যাল সদস্য মোঃ আমানত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেনাস তা’লিমুল কোরআন, রামকৃষ্ণপুর শাখার সিনিয়র শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ)

সংস্থাটির চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান বলেন সব ধর্মে মানবসেবাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। এ জন্য অসহায়-দু:স্থ মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবসেবার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না, শুধু সদিচ্ছার প্রয়োজন। অসহায় মানুষের প্রতি ভালোবাসার মন নিয়ে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য যে, জিএসডিও ফাউন্ডেশন একটি অরাজনৈতি, অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনটি শিক্ষা, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসা সেবা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, আত্মকর্মসংস্থান তৈরীতে সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

লালপুরে বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আলাউদ্দিন, লালপুর : নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) বিকেলে আব্দুলপুর কদম তলা বাজারে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি মানুষের জন্য কাজ করে, উন্নয়নের রাজনীতি করে। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরো বলেন বড়াল নদী সংস্কার করা হবে যাতে করে লালপুর বাগাতিপাড়া মানুষের কৃষি চাষাবাদে সেচ সুবিধা পায়। আমার একটি পরিকল্পনা আছে এমন একটি প্রতিষ্ঠান করার যার মধ্যমে গোটা বিশ্ব লালপুরকে চিনবে।

এছাড়াও বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আনসার আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আমিনুল ইসলাম টমি,

উপজেলা যুবদলের সাবেক সাধারণত সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ফিরোজ হোসেন মিল্টন, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদুৎ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।