“তেরই ফাল্গুনে” -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
836
www.natorekantho.com

“তেরই ফাল্গুনে”

কবি শাহিনা খাতুন

 

প্রেমের মালা কোলে নিয়ে বসে থাকে 
সে এক দারুন মহাজন 
আমি তাঁরে খুঁজি পথে পথে
কেমনে তাঁর দেখা পাব
বলতে পার নাকি কোনো জন?

হিসাবে আমার ভিষণ ভয়
হিসাব চাইলে নিরুত্তর থাকবো
বলবো আমার ঝুলি ফাঁকা
আমার কিছু ছিলোনা কোনদিন 
এখনও কিচ্ছু নাই
আছে শুধু চোখের পানি 
দয়া করে গ্রহণ কর প্রভু।

আদেশের অপেক্ষায় আছি 
ডাকবে যেদিন চলে যাবো 
একবারও সময় চাইবোনা
তোমায় কোন দোষ দেবোনা
নিরজনে একবার নির্বোধ শাহিনারে
দেখতে আইসো দয়াময় প্রভু।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বিষন্ন পায়ের গল্প” – শাখাওয়াৎ নয়ন
পরবর্তী নিবন্ধ“চিত্রকল্প” কবি পলাশ সাহা’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে